স্বপ্ন মাখা কবিতা / অনুরাধা
আমি আরো দীন হতে চাই, কিন্তু হীন হতে নয়, রোজ একটু একটু করে, আমি দীন হতে চাই
আমি অনেক টাকা, গাড়ি, দামী আসবাব চাইনা,
শুধু শান্তি চাই, আর তোমাদের ভালোবাসা চাই।
ভালোবাসার অনেক শক্তি, সারা বিশ্ব দুলে ওঠে,
জলরাশি ভাসিয়ে ছুটেচলে ভালোবাসার স্রোত।
তাই হাত বাড়িয়ে আছি,তোমাদের ভালোবাসা পেতে,
গৌতম প্রাসাদ ছেড়ে শান্তির স্রোতে হন বিলীন ।
আমি ঘুমিয়ে অনুভব করি, কী অপার শান্তি,
খুব গভীরে যেনো তলিয়ে যেতে মন চায় শান্তিতে।
আমি আরো দীন হতে চাই, কিন্তু হীন হতে নয়,
আমি তোমাদের বিশ্বাসের মানুষ হতে চাই,
আমি তোমাদের দুঃখ বেদনা ভাগ কোরে নিতে চাই,
আমার খুশী, তোমাদের ভাগ কোরে দিতে চাই।
আমার স্বপ্ন,আকাশ ছোঁয়া নয়,স্বপ্ন আমার চোখে,
স্টেশনের প্লাটফর্মে ,প্রতিদিন শুয়েথাকা শরীর গুলো,
আমার স্বপ্নের মাঝে এসে দাঁড়ায়, থেমে যায় স্বপ্ন;
তাই তোমাদের মাঝে মিশে আছে আমার স্বপ্ন।
ওরা ডানা মেলে উড়ে,পেতেচায় ভালোবাসা স্নেহ,
আমার স্বপ্ন ডানা, কালি মেখে হয়ে ওঠে কবিতা।
ভোরের,স্নিগ্ধ কুয়াশা মাখা পথে আমার কবিতা
ঝরে পড়ে টুপ করে,চায় তোমাদের ভালোবাসা।
আমি চলেগেলে, আমার স্বপ্ন, কবিতায় ভাসবে,
যদি পারো দুচোখে আমার স্বপ্ন মাখা কবিতাকে ডেকে নিও ।।