কেনো বলো দূরের থেকেও আমায় কাছে ডাকো ?
কেনো বলো, দূরে থেকেও আমায় ভালোবাসো?

আমার প্রতি তোমার প্রেম, পদ্মানদীর গান,
বাউল কিংবা ভাটিয়ালির, সুরে জুড়ায় প্রাণ।

আমার বুকের ভালবাসা ফলগু নদীর পারা,
রাজস্থান এর বুকে যেমন লুনি -মাহির ধারা ।

তোমার লেখায় যেদিন পেলাম, আমার প্রাণের সুর
সেদিন থেকেই, হয়তো আমার বুকটা দূর দূর।

এবার আমার স্বপ্ন -ডানা, পাড়ি দেবে তোমার বুকের খোঁজে _  /
ভালবাসার এ কেমিস্ট্রি, কেইবা বলো বোঝে??



(৪th মার্চ/২০২৩/ কলকাতা)