আবার একটা স্বাধীনতা, আবার একটা দিন  
2020এর স্বাধীনতায়, করোনা ভেট পাঠালো চিন ।
মন খারাপের স্বাধীনতা প্রথম পেলাম আজ  _
গৃহবন্দী আমরা সবাই, ঘরেই করো কাজ  ।
ব্যস্ত শহর জনজীবন থমকে গেছে সব  
একটু সরুণ, মাস্কটা পরুন, এই উঠেছে রব  । এই স্বাধীনতায় পেলাম নাতো, উদযাপনের শক্তি  _
ঘরেবন্দী স্বাধীনতা, হায়রে এ কেমন মুক্তি  ??
    
    (18/08/2020/কলকাতা)