স্বাধীনতার অনেক অর্থ, অনেক ভাবনা আশা। ,
চাই সকলের স্বাধীনতা, ফুটবে মুখে ভাষা ।
স্বাধীন হলো ভারতবর্ষ, আরও কিছু দেশ _
স্বাধীন হয়ে আগের চেয়ে ভালো কি শেষ মেষ?
স্বাধীনতার আসল মানে,স্বাধীনতায় খোজে _
স্বাধীনতার আসল মানে, সত্যি কজন বোঝে ?
এগিয়ে চলে স্বাধীনতা, এগিয়ে চলে দেশ _
সত্যি কবে স্বাধীন হবো,_বলবো বাহ, বেশ।
নতুন সূর্য আলো দেবে, ফুটবে নতুন ফুল _
ছড়িয়ে যাবে নীতির আলো, ভাঙবে সবার ভুল।।