শুভ নববর্ষ (১৪৩১)/ অনুরাধা চক্রবর্ত্তী।
নতুন বছরে নতুন আলো
সবাই মিলে চলবো চলো।
নতুন বছর, নতুন আশা,
বলবো সবাই বাংলা ভাষা।
নতুন বছর, নতুন গান,
সেই সুরেতেই জুড়াক প্রাণ।
নতুন বছর নতুন কথা,
সেই কথাতেই ঘুচবে ব্যথা।
নতুন বছর, আনো নব প্রাণ,
সবার মনে আসুক স্নেহের টান।
নতুন বছর আনুক নব তরু লতা,
হালখাতা পূজার ফুল পল্লব কচি পাতা।
নতুন বছরে এলো নতুন জামা,
এনে দিলো, মা আর মামা।
নতুন বছর, এসো নব রঙে,
ধ্রুপদী বাংলার প্রাচীন ঢঙে।
নতুন বছর, প্রানে আনুক হর্ষ,
শুভ হোক, বাংলা নববর্ষ (১৪৩১)।