সুরের ঝর্ণা
তুমি ভাসাও আমায় তোমার পানে,
আমিতো ভাসতে চাই ।
তুমি দাঁড়াও আমার দুয়ার পাশে,
যেন তোমাকে দেখতে পাই।
রাতের আঁধার ঘনিয়ে এলে,
আসবে নাহয় আলো হয়ে,
তোমার ছোঁয়া, চাঁদের আলো ,
মন ভরাবে, লাগবে ভালো।
বহুদিনের অদর্শন হয়তো মধুর হবে,
বহুদিনের আকাঙ্খা হয়তো মর্মে রবে।
দুঃখের স্মৃতি ভুলে গিয়ে, মাতবো সুখ তানে,
তোমার ছোঁয়া, সুর হয়েই ঝরুক আমার প্রানে।।