শান্তির বারি/ অনুরাধা চক্রবর্ত্তী।

আজ ঘন বাদলে ভালোবাসা এলো প্রাণে,
তোমার ছোঁয়া রাঙিয়ে দিল রুক্ষ হৃদয় গানে।
আকাশ এমন গভীর কালো আর দেখিনি আগে,
এই আকাশের প্রেমে যেন, সকল বাতাস ভাগে।
হৃদয় হল মুক্ত হেথা, শীতল হলো প্রাণ,
শোকের মাঝেও,হে দেবতা পেলাম তোমার দান।

ভালোবাসা জটিল বড়, তাই সে হয় অধরা,
প্রানের সুরে প্রাণের রঙে হয়তো দেবে  ধরা।
কালো বাদল মনের কালো খুঁচিয়ে দিয়ে যাও,
এই পৃথিবী পবিত্র হোক, জানি সেটাই তুমি চাও ।
মানুষগুলো রুগ্ন  বড়ো  মনের কালি নিয়ে,
পবিত্র হোক এই ধরণী বৃষ্টি ধারা দিয়ে।