# শেষ ঠিকানা # / অনুরাধা চক্রবর্ত্তী।
সময় গুলো স্বপ্নের মতো ভেসে চলে যায়,
মুহুর্তগুলো হৃদয়ে অনেক দাগ রেখে যায়।
আকাশ থাকেনা নীল সারা বছর ধরে,
কালো মেঘ এসে বাসা বাঁধে, আর চলে যায় সরে।
অনেক মানুষ দামী হীরার চেয়েও , রাখো বুকে;
বৃক্ষ যেমন ফুল কে রাখে শাখায়, পরম সুখে।
চড়াই উতরাই পেরিয়ে, অনেকটা পথ পেরিয়েছি একা,
পথের মাঝে মিত্র শত্রু, সবারই মেলে দেখা।
মনের মাঝে কতো আলো, কতো স্মৃতি, খেলা করে,
যখন থাকি আবছা ঘুমে, ওরা এসে মনকে ভরে।
এমনি করেই জীবন চলা, এমনি করেই ভালোবাসা,
আলো আঁধার পথ পেরিয়ে বুকে নিয়ে অনেক আশা।
তোমার চলার ছন্দ মাঝে, সবাইতো এক হয়না,
অনেক ভীষণ চাইলেও, তাদের তোমার সয়না।
তবুও সবাই এগিয়ে চলি, কিসের নিশানায়?
সকল কর্ম সারা হবে পৌঁছাবো সব মৃত্যুর ঠিকানায়।।