শেষ খেলা/অনুরাধা চক্রবর্ত্তী।
কতক্ষণ আর নাচবে গুরু, কতক্ষণ আর নাচবে?
নাচের শেষে ক্লান্ত হয়ে তুমি যখন বসবে ,
মনটা দেখবে কেমন যেন উঠছে কেবল কেঁদে ,
টাকা কড়ি দৌলত সব নিচ্ছে তোমায় বেঁধে ,
বলছে ওরা তোমায় ডেকে, চলো এবার নাচি ,
শান্তি নয় ফুর্তি দিয়ে হট্টগোলে ভাসি।
তোমার বিবেক ছেড়ে গেছে তোমায় অনেক দিন,
বিবেকহীন হয়ে তুমি নিঃস্ব একা ক্ষীণ।
তোমার শক্তি মনিব হয়ে তাড়ায় তোমায় শুধু,
সত্যি বলো ,একা ঘরে মন করে না ধু-ধু?
দিন চলে যায়, মাস চলে যায়, বছর গড়ায় কতো,
ভাবছো তুমি পাপের হদিস কি আর রাখে অতো;
কিন্তু তুমি ভুলেই গেলে, ফুরিয়ে আসছে বেলা,
বেলা শেষে বাঁশি বাজে থামে সকল খেলা।।