সাথী কবিতা/অনুরাধা চক্রবর্ত্তী

সবাই চাইছে পাওয়ার
       সবাই চাইছে পদ,
কবিতা আমি তোকেই চাই
  তুই আমার সপ্তসিন্ধু নদ।

তোর কারণে ঘর ছাড়বো
       আবার, অনেক বার ,
তোকে নিয়ে চলতে শেখা,
          গঙ্গা নদী পার।

তোর কাছে দুঃখ রাখি,
চোখের জলের পান্না,
আমার শোক, আমার কষ্ট
সইবো কতো, হৃদয় বলে আর’না ।

তুই এসে আদর করিস,
  হৃদয় ভরে আলোয়,
দুঃখ গুলো পালিয়ে বাঁচে ,
শয়তানে’রা যায় কালো’য় ।

আবার জাগবে শয়তানেরা
জানি আবার হবে রাত,
এক নিমেষে উড়িয়ে দেবো,
তুই থাকিস সাথে সাথ।।