শাশ্বত সত্য /অনুরাধা চক্রবর্ত্তী।


এতো বড়ো সত্যি কথা,নতুন কথা নয়
জীবনের মূল পথ একাই হাঁটতে হয়।
এ পৃথিবী  কারোরই অনন্তকালের নয়,
তাই বয়স বাড়লে শুনেছি জাগে  মৃত্যু ভয়।
একদিন চলে যেতে হয়_সবকিছু ফেলে, অবহেলে,
জানিনা কেউ  মৃত্যুর পরে কোথায় যাবো চলে ।
তবু পথ চলা হাজার ভিড়ে, শুনি সকলের মতামত,
জানি থেমে যাবে সব চরাচর, থেমে যাবে এই পথ।
পৃথিবীর শেষে নতুন পৃথিবী, নাকি পঞ্চ ভূতে লীন?
কেউই জানিনা'তো, শুধু জানি প্রাণহীন-দেহ হবে বিলীন।
ব্যস্ততা সব শেষ হয়ে যাবে, রইবে না আর কাজ :
কেউ জানিনা'তো কবে শেষ দিন,হতে পারে সেটা আজ।