নয় নয় করে অনেকদিন ধরে, তোমার সাথে
সম্পর্কটা ভেঙেই গেলো।
আগে ভাবতাম তুমি জীবনে না থাকলে মরেই যাবো!/আজ বুঝি ওটা বোকা ভাবনা।
দিন দিন ধরে, মাস মাস সয়ে আমার'মন
তোমায় রিসাইক্লিং বিন এ ফেলেই দিলো।
তোমার কোনো দোষ ছিলোনা, দোষ পরিস্থিতির,
আরপরিবেশের নির্দয় স্বার্থপরদের;
যারা আমার মত তোমাকেও ব্যাবহার করতে চেয়েছিল/তাই তোমায় বন্ধ শোকেসের অন্ধকারে লুকিয়ে রেখেছি কবিতা।/আজ আমার কোনো আপসোস নেই তোমায় নিয়ে;/নেই কোনো স্বপ্ন কিংবা প্রত্যাশা।/তুমি আমায় অনেক আনন্দ, স্বপ্ন আর ভালোবাসা দিয়েছো,/আরো দিয়েছো স্বার্থপর পৃথিবীকে চেনার ক্ষমতা।/তুমি ভালো থেকো কবিতা, আর লুকিয়ে থেকো,/আমার মতো শত শত নারির হৃদয়ে।। (সল্টলেক/মার্চ ২০১৬/)