তোমরা আছো হৃদয়ে আমার,
তোমরা আছো প্রাণে _
তোমরা আছো সকল সুরে,
তোমরা আছো ঘ্রাণে।।
প্রানের ভিতর মিশে আছো,
আছো স্রোতের টানে,
সব ঋতুতে, সব কালেতে,
প্লাবন কিংবা বানে।।
বাঙলা মায়ের মহান ছেলে,
বিশ্ব কাঁপাতে মাটিতে এলে,
একই বাংলায় দুই মহান কবি _
তোমরা প্রাণের নজরুল রবি।।
ছদ্মবেশী- বণিক শত্রু ইংরেজ এলো দেশে,
ভেঙে চুরে সব অত্যাচারীরা শোষণ করেছে শেষে;
তোমাদের বাণী, যেনো চাবুকের ধার,
কাজীর গানেতে পথে নেমেছিল জনগন সার সার।।
ভারতলক্ষ্মী মুক্তি পেয়েছে বহু রক্তের দামে _
সে ইতিহাস বড়ো বেদনার, চোখেতে অস্রু নামে।
রবি-নজরুল একই সুরে দিল শিকল পরার ডাক _
ভরে ওঠে দেশে, সব জেলখানা, ইংরেজ হতবাক ।।
আজ স্বাধীন আমরা, স্বাধীন ভারত
শত শত নর নারী _
স্বাধীন ভূমি -পর্বতমালা,
স্বাধীন শুভ্র বারি।
তোমাদেরই ত্যাগে স্বাধীন ভারত ভূমি _
রবি নজরুল, চরণে তোমার আমি শতবার নমি।।
(২৯th may, ২০২৩ ,রামমোহন লাইব্রেরী সভা ঘর)