পূর্ণিমা রাতের চাঁদ উঁকিদিলো জানলার সlর্শি বেয়ে,          

হাসনুহানার গন্ধে মাতাল পৃথিবী, ঠাণ্ডা বাতাস এলো  ধেয়ে।
নির্জনঘরে তখন: রাত সাক্ষী হয় কিশোরীর কান্নার;
বাতাস ছুঁয়ে ফেরে, বালিশের  অনেক পান্নার   ।
ঝরা গোলাপের পাপড়ির মত, অবিন্যস্ত এলোচুল,  
কপাল শূন্য, গলাও শূন্য, নেই  কানেও  দুল।
বারবার  ক্লান্ত চোখ, দেখছে  ঘরের বার  _
কেউতো নেই, কেউ আসেনি, কেবল গাছের সার ।
সরল কিশোরী হয়তো পেয়েছে , এবারও প্রবঞ্চনা ,
কান্নাগুলো পান্না তো নয়, কেবল অনুশোচনা ।