পৃথিবী'তে ভালোবাসা রয় #
ভালোবেসে চেয়ে দেখো পলাশ ফুটেছে কত,
সবুজ ঘাসের সাথে প্রজাপতি করে কানাকানি।
ঘাসের সবুজ রঙে শিশিরের ভালোবাসা ঝরে পড়ে,
পাতিহাঁস ভালোবেসে পালক বিলায় নদী-তীরে।।
পরিযায়ী পাখিরাও আত্ম ভালবাসায়, উড়ে চলে শত সহস্র মাইলস, প্রাণপণে বেঁচে থাকে কঠোর শীতেও। শীতের শেষের ঝরা পাতা, ব্যর্থ ভালোবাসা হয়ে ঝরে, বিবর্ণ ঝরা পাতা হয়ে।।
কোকিলও হয়তো বুঝি ভালোবেসে রেখে যায়, আত্মজ’রে , ডিম রূপে কাকের বাসায়।
ভ্রমরের আনাগোনা ফুলের বক্ষ মাঝে সে কি শুধু মধু চয়নের তরে , নাকি ভালোবাসা ঝরে তার গুঞ্জনে। এইভাবে ভেসে চলে ভালোবাসা স্রোতের মতো, যুগে যুগে, দেশে দেশে, পৃথিবীর সবখানে।।