# প্রেমের টানে # / অনুরাধা চক্রবর্ত্তী।
আমার প্রেমের গন্ধ কেউ নাইবা পেলো,
প্রেমের ছোঁয়া, নাইবা পেলে তুমি,
অন্তর মোর, প্রেমময় জানে প্রকৃতি আর ভূমি।
তোমার পরশ আলোর মতো, ভরিয়ে দিল মন,
সেই আলোতে, উঠুক ভরে, সকল দুখের ক্ষন।
মৃত্যুগুলো হীরার মত, জ্বলছে হৃদয় মাঝে,
মা আর পিতার স্মৃতি, আজও কাঁদায় সকাল সাঁঝে।
তুমি এসে, জ্বাললে আলো, শোকের ঘরে বাতি,
তোমার ছোঁয়ায় প্রভাত এলো, ঘুচলো আঁধার রাতি।
বাকী জীবন এমনি করেই, প্রেম বইবো প্রাণে,
সকল কর্ম সারা হবে, তোমার প্রেমের টানে।।