# প্রেমের ক্ষণ # /অনুরাধা চক্রবর্ত্তী।
মুগ্ধতা থাক দুজনের দুটি চোখে,
ঠোঁটে ছুঁয়ে থাক উষ্ণ চায়ের কাপ;
ভালোবাসা থাক দুজনের অন্তরে,
চোখের চাহনি করুক্ পরিচয় পরিমাপ।
ক্যাফেকফিডে’ র নির্জন সিট এ বসা,
ভালোলাগা ক্ষণে দুজনের কাছে আসা,
এমনি করেই প্রেম বয়ে যায় প্রানে,
এমনি করেই হৃদয় দখিনা বাতাস আনে।
এই মধু ক্ষন রয়ে যায় দুটি প্রানে,
এই মধু ক্ষণ প্রেমের বারতা আনে,
সাথী চলে যাবে, অনেক দূরের দেশে;
আবার দেখা, হয়তো জীবন শেষে।
তবু রয়ে যাক এই ভালোলাগা,ভালোবাসা,
দেখার প্রবল ইচ্ছা, কিংবা প্রেমে ভাসা।
প্রেম মানেনা তো দেশ, সাল দিন ক্ষন,
ভালোবাসা মনে, এ শুধু প্রেমের ক্ষণ।