# প্রেমে পড়া বারন #

জীবন বসন্ত ছুঁয়ে যায় সব নারী কেই
জীবন কুসুম ফুটবে বলে, চেয়ে থাকে,
ভালো লাগার মুহূর্ত গুলো ভরিয়ে তোলে
জীবন পাত্র। তবু প্রেমে পড়া বারন আছে।

বুকের ভিতরে একরাশ বসন্ত কে লুকিয়ে
নারী তাই সবুজের মাঝে চোখ ঢেকে রয়।
অরণ্য আর প্রকৃতি প্রেমিকা সব নারীই,
কিন্তু আজকের নারী ব্যাস্ত পায়ে ছোটে,
সারা বিশ্বব্যাপী পড়েছে তার চরণ, তবুও
প্রেমে পড়া আছে বারণ, কারন বা অকারণ।

রোজকার কাজ সেরে নিজের যত্নের সময়
না পাওয়া নারী, আজ কোথায় পাবে ভালোবাসা?
প্রেম এসে বার বার ফিরে গ্যাছে,ভালোবাসা নেই
কোনোখানে। তাই চলো অরণ্যে, সবুজের পানে;
সবারই তো ভালো থাকার একটা জায়গা থাকা প্রয়োজন। কোথাও গান বাজছে, প্রেমে পড়া বারন, কারনে অকারন, আঙুলে আঙুল রাখলেও
হাত টা ধরা, বারণ। নারী জানে, প্রেমে পড়া বারন।