প্রেম ডানায়/ অনুরাধা চক্রবর্ত্তী।

দুই শালিকে ঝগড়া তো নয়,
করছে  শুধু চোখাচোখি,
শালিক'দেরও মনের মাঝে
প্রেম করছে মাখামাখি।।

রাতের পেঁচা সেও জেগে রয় ,
আসবে কখন তার প্যাঁচানি ,
শীতের রাতে জোর হাওয়া বয়,
ঠান্ডা শুরু হাড় কাপানি।

চড়ুই দোয়েল কাক ও ফিঙে,
হলুদ ফুলটা ঝুলছে ঝিঙে,
সেই'খানেতে পাখির মেলা,
দেখতে দেখতে কাটবে বেলা।

সেই সারষের  কথা জানো? যে আসতো উড়ে,
প্রেয়সীর কাছে ফিরে, হাজার হাজার মাইল ঘুরে।
পাখির রাজ্যে প্রেম দেখলে জুড়িয়ে যায় প্রাণ,
বেইমান সব মানুষগুলো নেই প্রয়সীর প্রতি টান।