প্রাণের রবি’# / ( অনুরাধা চক্রবর্ত্তী)
তোমার কথা বলবো বলে, বারবার আসি,
কোথায় পাবো বলার ভাষা, তাই তোমার সুরই ভাসি।
তোমার সাথে আমার আলাপ, সেই সহজ পাঠে,
বংশী মামা গরুর গাড়িতে, যাচ্ছে যখন হাটে।
ভাগ্নে মদন মামার সাথে যায় বারবার,
হাট বসতো যে দিন টাতে, সেটা শুক্রবার।
এমনি করেই বড়ো হওয়া, তোমার লেখার সাথে,
সব জাগাতেই তুমি ছিলে, আমার সকাল রাতে।
বাংলা ভাষা’কে সারা বিশ্বে ছড়িয়ে দিলে কবি,
তোমার আলোয় নতুন করে আবার উঠলো রবি।
এমনি ভাবেই তোমায় পাওয়া, সারা জীবন ধরে,
সখা তুমি,প্রভু তুমি, আমার মনের ঘরে।
ঠাকুর ঘরের বেদির পাশে, রাখা তোমার ছবি,
প্রাণের ঠাকুর তুমিই আছো, তুমি সবার রবি।