মনের ভিতরে একটা কবিতা ঘুরছে অবিরত  _
রোদে পুড়ে, ধুলো মেখে, এখন সে বৃষ্টিস্নাত ;
     জানিনা সে সুর না গান   ?                
    সে জুড়ে আছে, আমার মন ও প্রাণ  ।      
বৃষ্টিভেজা সন্ধ্যাবেলায়, নাকি ভোরের বেলার গানে
তারে কোথায় পাবো, কখন পাবো, কোন'সে বেলার ক্ষণে _/
আমার মন রেখেছে, প্রাণ রেখেছে ভরে      
কোথায় পাবো, কখন পাবো, বলনারে মন তারে  !



(১/০৩/২০১৫, সল্টলেক/)