পুলিশ বাবু হাবু
এবার হলো কাবু;
শীত পড়েছে বেশ,
নেই গরমের রেশ।
হাবুবাবু ভেবেই হলো সারা _
যুগের বলো, কেমন হলো ধারা?
গরম যদি এতোই পড়ে,
শীতটা কেনো, এলো ভবে?
ভাবতে বসে দিন শেষ,
হাবু বাবু ঘুমালেন শেষ মেশ।।
Berhampur/murshidabad/২৯/১/২০১৮