# পরোয়া করিনা # (অনুরাধা চক্রবর্ত্তী।)
সময় মারছে তাড়া ফুরিয়ে যাবার ভয়,
আর পারিনা এতো কাজ প্রাণ বায়ুর ক্ষয়।
তোমরা বড্ড ভাবো বয়স নিয়ে, মৃত্যুরে পাও ভয়
কেনো বলো ভয়ে বাঁচবো?এসো মৃত্যুরে করি জয়।
একটা বিকেলে ছাদে বসে,লাল রঙের আকাশ দেখে,
একটা সকাল নাহয় কাটাই, সূর্যের আলো মেখে;
এই জীবনের অনেক খুশি, আনন্দেতে লুটোপুটি
এরোপ্লেনের জানলা দিয়ে দেখি আকাশের খুনসুঁটি।
বাঁচো তুমি বাঁচার মতোই, সাথ দিওনা স্বার্থ’কে তাই,
অর্থ দিয়ে যায়না কেনা, মহান হৃদয় ভাই,
তাই হেঁসে খেলে সবার সাথেই কাটিয়ে দিয়ে যাই
গোটা জীবন ধরেই করবো’নাকো চাই, আরো চাই।
প্রেমে পড়ব প্রতিক্ষনে, প্রতি দিনেই যাপন,
ভাঙা গড়ার পৃথিবীতে, হোক সম্পর্ক’ই স্থাপন।
আমার হৃদয় করুক না বাস, শত হৃদয় মাঝে,
শত সহস্র খুশির আলো, ঝরুক সকাল সাঁঝে।