# অপ্রেম # /( অনুরাধা চক্রবর্ত্তী)
আজকাল প্রেমের কবিতা তেমন আসেনা আর,
প্রেমের ভাব নিষ্প্রাণ লাগে,প্রেম যেনো বড়ো ভার।
লোমহীন কদর্য লাগে, যেমন পাহাড়ী ভেড়া,
পত্রহীন বৃক্ষ যেমন হয়ে যায় শ্রীহীন, ন্যাড়া,
তেমনই শ্রীহীন হয়ে গেছে, এযুগের প্রেম,
তাই তারে সযত্নে, বৃক্ষ তলে, রেখে এলেম।
যদি কোনোদিনও, বৃক্ষে আসে কলি,
ঘ্রাণে গন্ধে, মাতোয়ারা হয়ে আসে অলি,
পরিবেশ মুখরিত হবে ছোট পাখিদের কলতানে,
হয়তো তখন নবরূপে, আসবে প্রেম প্রাণে।
যে প্রেম ফিরে গ্যাছে,হয়তো আসবে সজ্জিত হয়ে, হয়তোবা আসবে সাথে, নব বসন্তের বাতাস বয়ে।
সেই পক্ষে আমার কলম! তুমি প্রেম লিখো,
নবপ্রেম যে ধ্বনি শিখাবে, সানন্দে শিখো।
মৃত প্রেম যদি বেঁচে ওঠে, কোনো সঞ্জীবনী রসে,
অপ্রেম কে বিদায় দিয়ে, প্রেম কে নিও চির বশে।