অব্যক্ত/(অনুরাধা চক্রবর্ত্তী)

অন্য শহরে বাড়ি যে তোমার,
             অন্য শহরে ঘর,
ভালোবাসো যেনো বহুদূর থেকে,
           মনেহয় তুমি পর।
করবে আপন,বলেছিলে তুমি ,
       ছুয়েছো জীবন প্রান্ত ,
আজ মনে হয় ভুল সে হিসেব
      সব’ই যেন ভ্রান্ত।
বারবার যদি ফিরাবো তোমারে
     গ্রহণ করব কবে?
এই জীবনের যত প্রেম আছে
       সকলি নীরবে রবে।।