নতুন পথের ডাকে/অনুরাধা চক্রবর্ত্তী।
মন যেতে চায় সেই সুদূরে,
ঢেউয়ের কোলে, সাগর পাড়ে,
কেউ জানেনা, অনেক দূরে,
যাবো এবার অচিন পুরে।
নতুন ডাকে দিলাম সাড়া ;
পুরোনো প্রেম! তুমি অনেক পাবে
টাকায় মেলে কোকিল কণ্ঠী নব তারা,
টাকায় পাবে প্রেম মাখানো শিল্পী ভাড়া।
আমি যাব অনেক দূরে সাগর পাড়ে,
পথের বাঁকে পথ হারালে ,আবার মেলে,
দুশ্চিন্তার কোনো পাহাড় নেইকো ঘাড়ে;
নতুন পথ রঙিন হয়ে, ভালোবাসা দিচ্ছে ঢেলে।।