আমার মনে বসন্ত ঋতু দোলা দিতে এসে ফিরেযায়/
খুঁজেপায়না পলাশ- শিমুল, ব্যর্থ হয়ে ফিরেযায়, নেই বসন্তের বাতাস।/
রাতের আকাশের তারার মতো, চোখের দৃষ্টি নিয়ে আমার বসন্ত আসে/
ভোরের মৃদু আলোর দীপ্তি নিয়ে আসে, আমার বসন্ত।/
মাঝগগনের সূর্য প্রমাণ দেয়, আমার ভালোলাগা বসন্তের ঋযুতা।/
সন্ধ্যার নদীতীরের বটগাছের ঝুরেরতলায় স্নিগ্ধ বাতাস বসন্ত মাখা হয়ে ওঠে/
তোমার উদ্দাম চলন, ডাকে আমার বসন্ত কে,/
ধরা দেয়নি আমার বসন্ত কোনো অজানা বসন্তের ঝড়ো হাওয়া কে।/
অপেক্ষায় আছি, আসবে নতুন বাতাস,/
আসবে হৃদয়ে নতুন মিতালী, আসবে নতুন বসন্ত।।/
(পশ্চিম পুটিয়ারি/২৬শে ফেব্রুয়ারি ২০২৩.. বসন্ত উৎসব অনুষ্ঠানে বসে লেখা)