ভালোবাসার তীর্ব দহন,
জ্বালায় বেশী গলায় কম।
আরো আছে তীব্র বেদন,
শান্তি আছে অনেক কম।
দাওনা তোমার বাঁশি,
আমি বাজাই তারে
অনেক অনেক জোরে।
দাওনা তোমার ডালা,
রাখি বন ফুলের মালা,
আমার সকল নিয়ে ভাষি।।
তুমিই আমার একটি তারা
তুমিই আমার স্বচ্ছ আলো,
হৃদয়ে থেকো , সেটাই ভালো;
তুমিই আমার নয়নতারা।।