আমার বুকে কাফ জমেছে, বুকে ব্যাথা ভারি,
বুকের ব্যাথা নিয়েই বাঁচি, আমরা অনেক নারী।
বর বলছে, ওষুধ খাও, নয়তো বন্ধ কথা _
ওষুধ খেলে সত্যি কী যায়, বুকের সকল ব্যাথা ?
বুকের ব্যাথা বুকে রেখেই, এগিয়ে চলে নারী _
একটু হলেও চেষ্টা করি, যদি এই মন্দগুলো বদলে দিতে পারি।/
হারিয়ে যাবে অনেক নারীই, এই বুকের ব্যাথা নিয়েই,/কি আর পেলো বলো তারা, গেলো শুধু দিয়েই।/
মনটা আমার খারাপ ভীষণ, তাই করে যাই চুপ _
তারচেয়ে চলো, ঠাকুরঘরে, দিয়ে আসি ধুপ।।
(6th July/2018)