নারী- দিবস নারী - দিবস, নারী মানেই শক্তি,/
করবো পূজা আজকে তোমায়, আজ নারী দেখলেই ভক্তি /সারা বছর নারী র শরীর, আর দেখেছি দেহের ছা চ /নারী র হাঁটা, কিংবা দোলন, দেখতে থাকি দেহের ভাঁজ।/আজকে এসব গোপন রেখে, বলবো শুধু ভালো কথা,/নারী র সেবা, নারী র নীতি কিংবা বলবো নারী র ব্যাথা।/প্রতি বছর একটি দিনেই, নারী দিবস আসবে যাবে _/একটি দিনের সম্মান পেয়ে, নারী রা কী আর স্বর্গে যাবে?/সারাবছর ট্রেন এর গুতো, বাসের ঠেলা _/বুঝবি তখন নারী হবার কেমন জ্বালা!/
নারী দিবস আসবে যাবে,:
তাই বলে কি, বলাৎকারের দিন ফুরাবে???