নকল প্রজার  নকল রাজা/অনুরাধা চক্রবর্ত্তী।

তোমার মাথায় যেটা আছে, মুকুট তো নয়, ওটা টুপি,
কেমন যেন মাথার উপর বসে আছে, মস্ত বড়ো গিরগিটি।
তোমার পাশে ঘুরতে যারা  তারাও প্রায় দুই নম্বরি,
কিছু পাবে এই ধান্দাতে ঘুরছে কেমন গুটি গুটি।
বোদ্ধা হবার ভান’টা মুখে, হৃদয় আছে,বড়ই দু’খে,
যোগ্য মানুষ এসে গেলেই,ভয়ে কেবল হৃদয় ধোকে।

যোগ্যতাহীন চোর চিটিয়াল এরাই এখন তোমার প্রজা,
এদের সবার মাথার উপর বসে আছো তুমি টুপি-রাজা।
যোগ্যতাহীন মানুষগুলো টাকা দিয়ে পেল সম্মান,
আর যারা যোগ্য মানুষ তারা পেল কষ্ট আর অসম্মান।
আরো অনেক রাজা আছে, যারা চালায় তাদের দেশ,
তাদের সভায় কেউ দেখেনি, আত্ম প্রচার, হিংসা দ্বেষ।
সেই ছোট্ট বালক এখন যুবক হয়ে পথে ঘোরে,
নগ্ন রাজার কান্ড দেখে হাসে আর, বিচার করে।
ধন্য ধন্য সবাই বলো,ভালো থেকো নকল রাজা,
দিন চলে যায় মাস চলে যায় ইতিহাসের পিন্ডি সাজা।