গণতন্ত্র ভুলে গেলে, তুমি হয়েছিলে  গণতান্ত্রিক দেশ !
কোথায় বিচার, কোথায় শাসন, সব করবে  নাকি শেষ।

তোমাদের স্বাধীনতায় শত রক্ত দিয়েছে আমার জন্মভূমি!
ভুলে'গেছো আজ সেই ইতিহাস, এসো অমর জওয়ান নমি।

উন্নয়নের লক্ষ্য নিয়ে, এগিয়ে চলছি সবাই ;
সব ভুলে গিয়ে করবে বুঝি মনুষত্বের জবাই।

সব ভুলে গিয়ে করছো শোষণ, আজ শাসনের নামে,
কচি-প্রাণ গুলি  শেষহলো সব,শাসন প্রাণের দামে?

ইতিহাস ভুলে এগোনো যায়না, এখনই দাঁড়িয়ে পড়ো,
বিদ্বেষ ভুলে মাথা নত করো, নব প্রজাতন্ত্র গড়।

যে তরুণ দল দিলো বলিদান অকালে হারালো প্রাণ
অশ্রু ভেজা ভালোবাসা নিস, তোরাই রাখলি নব তরুণের মান।।