ন্যায় বিচার/অনুরাধা চক্রবর্ত্তী।

তোমার মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে দেখলাম
তোমার দ্বার বন্ধ; তোমার পূজা সমাপ্ত আজ।
হৃদয় বললো এই দুয়ার বন্ধ নয়, বন্ধ আমার মন;
দেবতার দুয়ার বন্ধ করে, মানুষের হৃদয়: দেবতা নয়।
পৃথিবীতে যত আছে পাপ অনাচার অন্ধকার,
সব সৃষ্টি করেছে মানুষ ;কোন দেবতা নয়।
কবে খুলবে আমাদের মনের বন্ধ দ্বার ?
কবে আমরা পাব সঠিক পথের নিশানা?
মাগো তুমি খড়গ ধরে সকল অসুর বিনাশ কর,
আধার সরিয়ে তোমার ভুবনে আলো আনো।

আজ দেখলাম তোমার মন্দিরের সিঁড়ি ধুলামাখা,
প্রাঙ্গন কর্দমাক্ত আর বর্ষার জলে পিছলে ভরা।
এই ধুলো কাদা মুছতে আমাদের বিবেক কে আলোকিত করো; জাগরিত করো, বিকশিত করো।
আমাদের হৃদয় মুক্ত কর চেতনা জাগরিত করো তবেই আসবে সত্যি বিচার, ন্যায়বিচার।
তোমার ভুবন আলোকিত করো,
প্রতিষ্ঠিত হোক ন্যায় বিচার।।