কে বলে আজ নেইকো তুমি, কে বলে তুমি মৃত ?
৫৬হাজার বর্গ মাইলের বাংলাদেশ, বলছে ডেকে, মুজিব তোমার জন্যই আমি স্বীকৃত ।/
যদি তোমায় জানতে চাই, জানতে হবে বাংলাদেশকে _/
জানতে হবে ছয়দফা আর মুক্তি যুদ্ধ, শুরুর থেকে শেষকে।/
ইতিহাস সাক্ষী দিচ্ছে, মুজিব মানেই বুকে ভালোবাসা বয় _/
মুজিব মানেই অত্যাচারের নিধন আর হানাদারদের পরাজয়। /
মুজিবের ডাকে ঘরের মানুষ, অস্ত্র নিয়েই ছোটে _মুজিবের নামে আজও বাংলায়, লাল গোলাপটি ফোটে। /
পদ্মা- মেঘনা- যমুনার ধারা, যতোদিন রবে বহমান
বাংলাভাষী সকল মানুষ, তোমায় প্রণাম জানাবে, হে মুজিবর রহমান!
_ _ _
বাংলা কবিতা স্মারক/(১৮/৩/২০২৩/কলকাতা।)