মুক্ত পাখি/অনুরাধা চক্রবর্ত্তী।
আমি বহু রাত জাগা এক খিট-খিটে সেই মেয়ে,
রিক্ত বাতাস আসছে দেখো যখন তখন ধেয়ে।
সেই পাখিটা রোজ আসতো,গান গাইত, আমার জানলায়,
আমি তখন একলা ঘরে গুছিয়ে রাখি জামা কাপড় কাঠের আলনায়।
পলাশ বনের ধারে কিংবা বাঁশের ঝাড়ে,
ঠিক দেখেছি এই পাখিটাই আসতো আমার ধারে।
খাঁচায় ভোরে বন্দী করে রাখবো না তো তোরে,
পায়ের শিকল পরিয়ে দিয়ে রাখবো নাতো ধরে,
যদি থাকিস আমার সাথে এমনি উড়তে পাবি,
আকাশ যেথায় মাঠ ছুঁয়েছে সেথায় নাচতে যাবি।
আগল পরে কোন পাখিটা বেঁচে থাকে বল?
তাইতো বলি ওরে পাখি! আপন পথেই চল।