মুক্তি মাখা ভালবাসা /অনুরাধা চক্রবর্ত্তী।
শ্রাবণের ধারার মতো ভাসিয়ে দিলাম তোকে,
আমার প্রাণের ভালোবাসা !
যেতে পারিস যেথায় চলে চলন্ত রেল গাড়ি ,
হতে পারিস মুক্ত হাওয়া খুশি মনে বর্ষা দিনে,
যেতে পারিস যেথায় খুশি প্রাণের টানে।
প্রজাপতির পাখার রঙে সাজাই তোকে
আমার প্রাণের ভালোবাসা !
প্রজাপতি উড়ছে যেমন সকলখানে
তুইও পাবি পাখনা ভরা স্বাধীনতা;
যেতে পারিস যেথায় খুশি প্রাণের টানে।
আমার প্রানের ভালোবাসা দূরে গেলে,
রঙিন তো হয়, আলোয় ভরা ঝলমলে হয়।
অনেক রাতে রেলের গাড়ি সিটি দিয়ে ,
ঘুমটা ভাঙ্গায়, ও বলে যায় আমি গেলাম
অনেক দূরে, অচিনপুরের আমি তোমার
প্রাণের ভিতর, বাস করি যে ভালোবাসা।।