যখন আমি থাকবোনা এই ঘরে _
শূন্যে মিলিয়েগেছি, সবাই বলবে গ্যাছে মরে;
সেদিনও আমি তোমার বুকে, তোমার হৃদয় মাঝে_
সকাল- সন্ধ্যা তোমার প্রাণে আমারই সুর বাজে ।
আমার সুরে তোমার সকাল, আমার সুরই সাঁঝে _
হয়তো একটু অশ্রুধারা, সকল কাজের মাঝে।
আমায় ছাড়া এই পৃথিবী থাকবে এমনই পূর্ণ _
কারো কারো হৃদয় মাঝে আমি তখন শূন্য।
যদি কাঁদো, কান্না তোমার হবে মুক্তমালা _
আমার কিন্তু তখন শুধুই বিদায় নেবার পালা।
আমার ফটো সাদা মালায় দেখতে হবে বেশ:
এমনি করেই হবে আমার, মানবজনম শেষ।।
(১৭ নভেম্বর/২০১৯/kolkata)