মতিঝিল - ঝিলমিল, কোলাহল খিল খিল ;  
কতো কথা, কতো হাসি, কতো ফুল, রাশি রাশি।
সারাবেলা করে খেলা, গাঁদা গোলাপের মেলা _
কতো আলো, ঢল ঢল, সাদা করে কতো কালো। সবশেষে ঘরে ফেরা, সন্ধায় ঠান্ডায় ধীরপায়ে গুটি গুটি, /
সারাদিন ঘুরলাম মতিঝিল, দিন গেলো মোটামুটি।
চলোযাই, বসেখাই, সিঙ্গারা আর মিষ্টি _।
দেরিকরে ঘরে ফেরও, হবেনাকো বৃষ্টি ।।

(Berhampur/murshidabad,২৯/১/২০১৭)