মরা কথা/অনুরাধা চক্রবর্ত্তী।

কথাগুলো সব মরে যায়,
কারণ ওদেরও বয়স হয়।
এমনি করেই আমরা হই,
বাক-হারা সব নির্বাক।

সেই যে সেদিন সকাল বেলা,
বলবে বলে অনেক কথা,
ফোন করলাম তোমায় আমি,
তুমি শোনালে মনের ব্যথা।
হঠাৎ তোমার অন্য ফোনে,
ফোন করল অন্য কেউ,
তুমি বললে সবুর করো,
ফোন এসেছে এখন তাই।

দিন কেটে যায় অনেকগুলো,
মাস তখন কাটতে যায়,
তুমি করলে আমায় ফোন ,
নতুন কথা বলবে তাই ।

অবাক হয়ে যখন বলি,
আগের কথা ছিলো বাকি,
তুমি বললে কথাগুলো মরে গেছে,
সারাজীবন কেউ কি থাকি।