মনের প্রেমিক #
দেহের ক্ষুধা দেহেই থাকুক, তুমি থাকো মনে,
কষ্ট ক্লান্তি দেহে জমে, প্রেম ভাসুক প্রাণে।
পাশাপাশি বসে থাকা, একসাথে পথ পায়ে হাঁটা,
এমনি করেই বয়ে চলুক প্রেমের ধারা, মাড়িয়ে কাঁটা।
ঝগড়া সেতো হতেই পারে,হোক ঝগড়া,মনটা ভার,
দুদিন কথা নাইবা হোলো, শেষে কথা হবে আবার।
সন্ধ্যা নামার একটু আগে, শীতের বিকেলের আকাশ,
তেমনি যেনো কেমন পানসে , তুমি ছাড়া প্রেমের বহিপ্রকাশ।
সব বন্ধু হয়না প্রেমিক, তুমি হতে পারো,
মনে আছো, মনেই থেকো, ভালোবাসবো আরো।