সময় কেবল লিখতে পারে, স্মৃতিও লেখে মনের পাতায় _ /
ভুলে যাওয়াই সবার স্বভাব ;
রাতের তারা রোজই সাজে, ঝলমলিয়ে গগন ছাতায়। /
অহরহ নদী চলে সাগর পানে: দেখেছো কী ?
ঝরনা কেমন ঝাঁপিয়ে পড়ে পাহাড় তলে _
বৃষ্টি কতো দেশ বিদেশের খবর আনে ।
সাগর পারের ঝাউবাগানের হাওয়ার সাথে হেঁটে দেখো _/
কেমন শীতল মনটা থাকে, ক্ষমা করে বাঁচতে বলে,
পারলে তুমি, ওদের কাছে ভালোবাসার পাঠটা শিখো।।
(9th September/2022, Kolkata)