তোমার লেখা পড়েই শুরু, আমার লিখতে শেখা
তোমার আঙুল ধরেই আমার, প্রথম অ আ লেখা ।
তোমার ছোঁয়ায় বড়ো হওয়া, তোমায় ভালোবাসা _
তোমার কাছেই শিখেছিলাম, জীবন মানে আশা ।
তুমি ছিলে বটবৃক্ষ, আমি তোমার ঝুরি _
আমার লেখায় তোমার ভাষা, আছে ভুরি ভুরি ।
আমায় ছেড়ে চলেগেছো, তুমি অনেক দূরে _
আজও আমি গাই সেই গান, তোমার গাওয়া সুরে । আমি জানি হারাওনিকো, আছো আমার মাঝে _
আমার সকল ভালোবাসায়, আমার সকল কাজে।।
(1st July 2015, saltlake)