মাটির কাছে ঋণ/অনুরাধা চক্রবর্ত্তী।
যান্ত্রিকতায় ভরছে জীবন
যন্ত্রমুখর দিন,
যন্ত্র তবুও মনে রেখো,
তোমার মাটির কাছে ঋণ।
মহাবিশ্ব এক করেছে,
স্যাটেলাইট আর টাওয়ার,
সবুজ ঘাসে কান পেতে শুনো,
মাটিতেও আছে পাওয়ার।
পাকুড় তোর আদর মেখে,
এইতো আছি বেশ;
নিবিড় গভীর চুম্বনে'তে
ভালবাসার রেশ।
পলাশ শিমুল কৃষ্ণচূড়া,
রং ছড়ালো আরো ,
এই রঙে’তে মগন হৃদয়,
মন ভরেছে আরো।।
যান্ত্রিকতায় ভরছে জীবন,
যন্ত্র মুখর দিন,
পায়ের নিচে গভীর মাটি
মাটির কাছে ঋণ।।