লাশ/ (অনুরাধা চক্রবর্ত্তী।)
এইটুকু তো জীবন মোদের
এই একটুখানি প্রাণ ,
এই জীবনেই করছি মোরা
এতো হিংসা অভিমান ।
যে ট্রেনটা পিষে দিল
বানিয়ে দিল লাশ
আরতো জানা হলোনা’কো
কি ছিল তার আশ।
পুরুষ নারী কি ছিল সে
সবাই তাও গেল ভুলে,
লাশ হয়ে রইল পড়ে ,
দুদিন পরে সবাই যাবে ভুলে।।