লজ্জা/অনুরাধা চক্রবর্ত্তী।

লজ্জা লজ্জা একি নিদারুণ লজ্জা,
নারী বৃথা কেন করো, আবরণ সজ্জা ?
লেলিহান শিখার লোলুপ দৃষ্টি ,নগ্ন করেছে সব,
কেনো তবে বৃথা এই আবরণ? কেনো শ্রদ্ধার রব?
ছিন্ন করবে গোপন অঙ্গ, ধারালো ছুরি র ধারে,
নর-খাদকের মাংস ক্ষুধাও, এর'কাছে লাজে হারে।

যুগে যুগে তুমি হবে বলিদান, লোলুপ ক্ষুধার তরে,
ধর্ষিতা হয়ে প্রাণও দেবে তুমি, ধর্ষিতারাই মরে।
কিছুদিন হবে উত্তাল জল, কিছুদিন আলোচনা,
তারপরে যেন সব জল স্থির, শেষ সব জল্পনা।
তুমি চলে গেছো ধর্ষিতা নারী, দিয়ে জীবনের দাম,
জাবর কাটবে বেহায়া সমাজ, ধর্ষিতা বলে নাম।

তাই বলি নারী নগ্নই থাকো, খুলে রাখো সব সজ্জা,
থুথু মারো এই সমাজের মুখে, যদি ঘুন পোকা পায় লজ্জা।