তুমি অনেক দূরে থাকো
চোরাবালির মাঝে _
তুমি পথ বলেযাও
সকাল কিংবা সাঁঝে।
সেইপথে জঞ্জাল স্তূপাকারে জমা হয়:
ভালবাসা মিশেযায়, আবছায়া কুয়াশায়।
ভালবাসা ক্ষয়ে যায়
দূরত্ব বেড়ে গেলে ?
চেনাসুর মুছে যায় _
হয়তো অতল জলে।
প্রেম কাঁদে অন্তরে
ভালবাসা রয়েযায়,
চেনা নাম মুছে যায় _
স্মৃতি শুধু সয়ে যায়।।
(১৪সেপ্টেম্বর/2022/কলকাতা)