কৃষ্ণচূড়া দেখবো বলে/ অনুরাধা চক্রবর্ত্তী।

তোমার মনের কাছে বারবার
ধরা পড়েছে আমার মন।
রৌদ্র মাখা ঘামে ভেজা দুপুরে ,
কিংবা বৃষ্টি ভেজা কোন এক সন্ধ্যায় ,
তোমার মন বারবার ছুঁয়েছে আমায়।

তোমার চোখের দৃষ্টি,চশমা লেন্সের
ভেতর থেকে স্পর্শ করেছে আমার মনকে।
হায় নিষ্ঠুর আমার মন!তবু ধরা দেয় নি তোমায়।
এভাবেই চলতে থাকে আমাদের জীবন, গ্রীষ্ম বর্ষা শরৎ গিয়ে হয়তো আসবে হেমন্ত ও শীত।

শীতের পাতা ঝরা গাছগুলোকে যখন বসন্ত এসে
সাজাবে  নতুন পাতায় , ফুল ধরবে গাছ গুলিতে,
তখন হয়তো আবার আসবে নতুন কোনো বসন্ত,
নতুন পাতা গুলো মনে করাবে পুরনো স্মৃতি,
আমার নিষ্ঠুর মন তখন কি দেবে তোমায় ধরা?

ধরা দেওয়া কি এত সহজ কিংবা এতই সামান্য কাজ?
তাহলে তো কৃষ্ণচূড়ার  লাল রং দেখার জন্য
সারা বছর অপেক্ষা করে থাকতে হতো না।।