কবিতা/অনুরাধা চক্রবর্ত্তী।
আমার কবিতা একটা নদীর মত মতো,
নদীর বাঁকেতে অনেক গল্প লেখা,
আমার কবিতা স্নিগ্ধ শীতল নদী,
ভালোবাসা আর সাম্যের গান যত।
আমার কবিতা সত্যকে বয়ে চলে,
গায়ের শুধু সেথা মানুষের জয় গান,
আমার কবিতা কেবল এগিয়ে চলে,
শুধু পেতে চায় ভালবাসা আর মান।
আমর কবিতা রক্ত চায়না আর,
মানুষের মাঝে পাঁচিল তুলতে মানা,
আমার কবিতা ভালোবেসে কাছে ডাকে,
সরলতা ভাষা, তাই সকলের জানা।
আমার কবিতা হিংসাকে ঘৃণা করে,
মানুষেরে ছোয় স্নেহ ভালবাসা দিয়ে,
আমার কবিতা মরতে পায় না ভয়
আমার কবিতা আলোক আধার ঘরে।