তোমার কেশের ঘ্রাণে ভেসে আমি পৌঁছাই নব্যপ্রস্তর
এযুগের স্পা করা কেশ আর সেযুগ ,ফারাক বিস্তর।
বাকল তখন তোমার শরীরে, একটু বাঁকা তোমার চলন _/
এখন তোমার স্নিগ্ধ হাসি, তখন ছিলোনা ভাষার বলন।/
নির্বাক হয়ে দেখেছি তোমায়,খুঁজেছি তোমায় প্রাণের মাঝে,/
সেই মাদকতা যুগ পেরিয়ে এখনও আমার প্রাণে বাজে।/
যুগে যুগে তুমি, বার বার এলে এই ধরা তলে ,  
মানব কিংবা মানবী শরীরে, ভালোবাসা দিতে প্রতি পলে পলে।/
সে যুগের কেশ পরিবর্তিত, আজকের কেশে শাম্পু মাখো _ /
সে যুগের কেশ ছিলো কুঞ্চিত, এযুগের কেশ স্ট্রেট করে রাখো।/
যুগে যুগে তুমি রয়েযাবে কেশে, যুগে যুগে তুমি প্রাণ _ /
যুগে যুগে  তুমি সবার মানসে, হয়তো কেশের ঘ্রাণ।।


(১২ই এপ্রিল/ ২০২৩./বারাসাত লোকাল, জেনারেল কোচ)