মৃত্যু কেমন কেউ জানিনা, হয়তো ভেসেযাওয়া শীতল হওয়ায় মিশে,/
হয়তো'বা আকাশ বাতাস, মেঘ - দিগন্ত সব সেথা এক হয় শেষে।/
মৃত্যু কেমন জানতে চেয়েছি বার বার তোমার কাছে/
তুমি হেঁসে বলেছিল,বলেযাবো, জীবনের শেষে।
আসা যাওয়ার পথ বেয়ে, এইযে জীবন মেলা,
মৃত্যু এসে বলেগেলো, এসব আসলে খেলা।
তোমার ছোঁয়া জিনিসগুলো, পড়ে আছে সবই,
গুছিয়ে রাখি, সাজিয়ে রাখি, এখন এটাই আমার হবি।/
তুমি আসোনি আজও বলতে, মৃত্যু কেমন? হাওয়া?
শুধু ভেসে চলা, শুধু ভেসে চলা, নাকি কেবল শীতল হাওয়া?/
বার্নিং- ঘাটের চুল্লীর দরজা শশব্দে বন্ধহবার পর থেকেই লিঙ্ক ফেল/
না কোনো স্বপ্ন, না কোনো ফোন, কিংবা ডোর বেল।/
কিআর করার, এগিয়ে চলি, জীবন তরী ভেসে _
যে তরীটা এগিয়ে যাবে, মৃত্যু নামক অজানা এক দেশে।/
আমি নিজেই বুঝেনেবো মৃত্যু কেমন, বলতে হবেনা ছাড়ো,/
বলেছিলে বলেযাবো, আজ বুঝলাম, তুমিও অনেক মিথ্যা বলতে পারো।।
(২ফেব্রুয়ারি/২০১৫, সল্টলেক)